![]() |
(IMEI) আইএম ই আই নাম্বার দিয়ে ফোন বের করুন |
ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি সংক্ষেপে IMEI নামে পরিচিত। এই নম্বরটি প্রতিটি মোবাইলের জন্য অনন্য। আজ আমি আপনাদের দেখাবো কোন মোবাইল ফোনে আপনার IMEI নম্বর আছে। জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ টিউনটি পড়তে থাকুন।
(IMEI) আইএম ই আই নাম্বার দিয়ে ফোন বের করুন1. এর জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডে যেতে হবে এবং *#06# লিখতে হবে। আপনি এটি লেখার সাথে সাথে আপনার সামনে 15 সংখ্যার দুটি আইএমইআই নম্বর উপস্থিত হবে। আপনি এখান থেকে যেকোনো নম্বর লিখে রাখুন।
৩. ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনার নিচের মতো দেখতে পাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে, এখানে IMEI number দেওয়ার একটি ঘর রয়েছে। এখন আপনি আপনার সেই মোবাইলের IMEI code টি এখানে দিয়ে দিন।
৪. এরপর নিচের I'm not a robot এ ক্লিক করে captcha পূরণ করুন। এরপর Check এ ক্লিক করুন।
৫. এরপর দেখতে পাবেন আপনি যে মোবাইলের IMEI নাম্বারটি দিয়েছিলেন সে মোবাইলের সম্পূর্ণ বিবরণ চলে এসেছে আপনার মোবাইলের ছবি সহ। যদি আপনার মোবাইলের IMEI নাম্বারটি সঠিক হয় তবেই কেবল আপনি এমন তথ্য এখানে পেয়ে যাবেন। আপনি নিচের মতো আপনার মোবাইলের সম্পূর্ণ details পেয়ে যাবেন।
আপনার মোবাইলের IMEI number যদি সঠিক না হয়, তবে আপনার এখানে কোনো তথ্য দেখাবে না। আপনার মোবাইলটি যদি নকল হয় তবে আপনি এখানে কোনো তথ্যই পাবেন না। আপনি এখানে সব ধরনের মোবাইলের IMEI check করতে পারবেন। আপনি যদি কোনো মোবাইল কিনতে যান তবে আপনি এ পদ্ধতিতে check করে দেখতে পারেন আপনার মোবাইলের সম্পূর্ণ details গুলো।
এছাড়া আপনি এসএমএস এর মাধ্যমেও ফ্রিতে দেখতে পারেন। আপনার মোবাইলের তথ্য বিটিআরসির কাছে আছে কিনা।
৬. এজন্য আপনি আপনার মোবাইলের এসএমএস এ গিয়ে টাইপ করুন KYD<space>15 ডিজিটের IMEI number টি। তারপর আপনি এটি 16002 নাম্বারে Send করুন। তাহলে পরবর্তী এসএমএসে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার মোবাইলের তথ্য বিটিআরসির কাছে আছে কিনা।
৭. আপনার IMEI নাম্বারের সাথে মিলে গেলে পরবর্তী এসএমএসে জানাবে 'ডিভাইসটির IMEI বিটিআরসি'র ডাটাবেজে পাওয়া গেছে'। আর যদি না মেলে তবে নিচের মতো দেখতে পাবেন।
আপনি যদি এটি জানতে চান যে, আপনার IMEI দিয়ে কোন মোবাইল তৈরি করা হয়েছে এজন্য অবশ্যই অনলাইনের ওয়েবসাইটে IMEI check করে দেখবেন। আপনি এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র দেখতে পাবেন যে, আপনার মোবাইলের তথ্য বিটিআরসির কাছে আছে কিনা। এসএমএস এর মাধ্যমে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন না।
বন্ধুরা এই ছিল আজকের টিউন। আশাকরি টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। টিউন সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই টিউনমেন্টে জানাবেন। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।