Type Here to Get Search Results !

কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই!

 কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই! 

রাস্তায় খুব জরুরি কাজে বেরিয়েছেন। হঠাৎ দরকার ইন্টারনেটের। এদিকে ফোনে এক ফোঁটাও ডেটা বেঁচে নেই। অথচ বুঝতে পারছেন আপনার 

কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই!

এই সময় ডিজিটাল ডেস্ক: আপনার বাড়িতে কোনও অতিথি এলে প্রথমেই WiFi পাসওয়ার্ড জিজ্ঞাসা করেন। সব WiFi নেটওয়ার্ক পাসওয়ার্ড প্রোটেক্টেড হলেও, প্রায় সব রাউটার প্রস্তুতকারী কোম্পানি পাসওয়ার্ড ছাড়াও অন্য উপায়ে নেটওয়ার্কে লগ ইন করার সুবিধা দেয়। যদিও কারও অনুমতি ছাড়া তাঁর WiFi নেটওয়ার্ক ব্যবহার আইনি সমস্যা ডেকে আনতে পারে। তাই যে কোনও নেটওয়ার্কে কানেক্ট করার আগে প্রয়োজনীয় অনুমতি নিয়ে নিন। কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই! 

কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই!  

WPS ব্যবহার করে – রাউটারের WPS এনাবল থাকলে পাসওয়ার্ড ছাড়াও লগ ইন করা যাবে। দেখে নিন কী ভাবে করবেন?

স্মার্টফোনে Settings ওপেন করুন।

এবার নেটওয়ার্ক বিভাগে Wifi সিলেক্ট করুন।

Advanced Settings সিলেক্ট করুন।

Connect by WPS Button সিলেক্ট করুন।

এবার রাউটারে WPS বাটন টিপুন। 30 সেকেন্ড রাউটারে এই বাটন টিপে ধরে থাকলে আপনার ফোন WiFi নেটওয়ার্কে কানেক্ট হয়ে যাবে।

এর পরে প্রত্যেকবার নিজে থেকেই আপনার ফোন এই রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে।

কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই! 

কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই!

রাউটারে পাসওয়ার্ড ছাড়া গেস্ট মোড – কিছু রাউটারে গেস্ট নেটওয়ার্ক তৈরি করা যায়। সাময়িকভাবে এই অপশন এনাবল করে অতিথিকে WiFi অ্যাকসেস দিতে পারেন।

কম্পিউটার ব্রাউজারের অ্যাড্রেস বারে 192.168.0.1 বা 192.168.1.1 টাইপ করে এন্টার করুন।

ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। পাসওয়ার্ড জানা না থাকলে ‘admin’ দিয়ে দেখুন।

লগ ইন হলে WiFi সেটিংস থেকে Guest Network সিলেক্ট করে এনাবল করে দিন।

গেস্ট নেটওয়ার্কের জন্য নাম দিয়ে দিন। সিকিওরিটি ফাঁকা রাখুন।

QR কোডের মাধ্যমে WIFi লগ ইন QR কোডের মাধ্যমে WiFi লগইন তুলনামূলক জটিল। এর থেকে পাসওয়ার্ড টাইপ করলে সহজে লগ ইন করা সম্ভব। তা-ও দেখে নিন QR কোড স্ক্যান করে কী ভাবে WiFi নেটওয়ার্কে লগ ইন করবেন।

কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই! 

ল্যাপটপ থেকে 

বন্ধুর ল্যাপটপে qrstuff.com ওয়েবসাইট ওপেন করুন।

এখানে বাঁ দিকে Wifi Login অপশন সিলেক্ট করুন।

এবার নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড দিন।

তার পর QR কোড ডিসপ্লের উপরে দেখতে পাবে। স্মার্টফোন থেকে এই QR কোড স্ক্যান করুন।

স্ক্যান করার পরে Connect to this network সিলেক্ট করুন।

কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই! 

স্মার্টফোন থেকে 

Play Store থেকে WiFiKeyShare ইনস্টল করুন।

বন্ধুর স্মার্টফোনে এই অ্যাপ ইনস্টল করুন।

বন্ধুকে নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড দিতে বলুন।

এবার বন্ধুর ফোনের ডিসপ্লেতে QR কোড ভেসে উঠবে।

এই কোড স্ক্যান করে লগ ইন করুন।

পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই ব্যবহারের উপায় – পাসওয়ার্ড ছাড়া wifi কানেক্ট
পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই ব্যবহারের উপায় জানতে চান? পাসওয়ার্ড ছাড়াই wifi কানেক্ট করে এবার পাসওয়ার্ড ছাড়াই যেকোনো ওয়াইফাই চালান। পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই চালান কথাটির সত্যতা যাচাই করতে পোস্টটি পড়তে থাকুন। 

বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে সবাই প্রযুক্তির উপর নির্ভরশীল। আর এজন্যই প্রয়োজন হয়ে থাকেন নিরবিচ্ছিন্ন নেট সার্ভিস। আর এই নিরবচ্ছিন ইন্টারনেট সংযোগ ব্যবস্থা আপনি তখনই পাবেন যখন আপনি মোবাইলে ডাটা কিনে নিবেন অথবা ওয়াইফাই সংযোগ ব্যবস্থা চালু করবেন আপনার বাসায় কিংবা আপনি যেখানে অবস্থান করছেন সেখানে। তবে এখন মোটামুটি সবাই ওয়াইফাই এর উপর নির্ভরশীল। কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই! 

কারণ মোবাইল ডাটা কিনে ইন্টারনেট ব্যবহার করা অনেকের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে তার উপর ইন্টারনেট থাকে সীমিত পরিমানে। তার জন্য সবাই চাই এখন ওয়াফাই ব্যবহার করতে। কিন্তু অনেকের পক্ষে তাও সম্ভব হয়ে উঠেনা। তখন তারা চিন্তিত হয়ে পড়েন কিভাবে ইন্টারনেট ব্যবহার করবেন। মনে মনে তখন ভাবতে থাকেন পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই ব্যবহারের উপায় রয়েছে কিনা অথবা পাসওয়ার্ড ছাড়া wifi কানেক্ট কিভাবে করবেন । যারা পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই ব্যবহারের উপায় খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট। দেখে নিন পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই চালানোর উপায় এবং পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই চালান। কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই! 

পাসওয়ার্ড ছাড়া wifi কানেক্ট – পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই ব্যবহারের উপায়ঃ

পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই ব্যবহার করা যায় তিন ভাবে। নিম্নের পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই ব্যবহারের উপায়গুলো আলোচনা করা হলোঃ 

১। QR কোড স্ক্যান করে এবার পাসওয়ার্ড ছাড়াই যেকোনো ওয়াইফাই চালান

আপনি যদি আপনার আশেপাশের বাসার ওয়াইফাই কানেক্ট করতে চান তাহলে আপনি নিম্নোক্ত উপায়টি ব্যবহার করে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।

আপনার যে স্মার্টফোন রয়েছে তার সেটিংস অপশনে যান

এরপর ওয়াইফাই এবং কানেকশন অপশনটি সিলেক্ট করুন

দেখতে পাবেন ওয়াইফাই সংযোগের লিস্ট।

এরপর যেকোনো একটি সিলেক্ট করুন এবং ক্লিক করুন সংযোগের উপর

এরপর নিচে স্ক্রল করলে QR কোড পাবেন সেখানে ক্লিক করুন

এরপর QR কোডটির স্ক্রিনশট নিন

আপনার স্মার্টফোনের যেকোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করুন “zxing.org”

সেখানে আপনার সদ্য তোলা স্ক্রিনশটটি আপলোড করুন

এরপর সাবমিট বাটনে ক্লিক করুন

কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই! 

এরপর দেখতে পাবেন আপনি যে সংযোগটি সিলেক্ট করেছেন তার পাসওয়ার্ডটি আপনি পেয়ে গেছেন 

২। WPS এর মাধ্যমে পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই চালানঃ 

আপনি WPS এর মাধ্যমে পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই চালাতে পারবেন যদি আপনি রাউটারে এক্সেস নিতে পারেন। ধরুন আপনি একটি বাসায় আপনার কয়েকটি বন্ধু নিয়ে থাকেন। এখন বন্ধুরা বাসায় ওয়াইফাই সংযোগ করেছে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে অনুচ্ছুক। কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড পেলে আপনার খুব উপকার হবে। Free WiFi connect without password 


তখন আপনি কি করবেন? আপনি যদি এরকম সিচুয়েশনে পরেন তাহলে আপনার জন্য এই ধাপটি। কারণ এই ধাপে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন কিন্তু তার জন্য প্রয়োজন হবে রাউটারের। আপনি চাইলে রাউটার ম্যানেজ করতে পারবেন যখন আপনার বন্ধু বাইরে থাকবে। তো আপনি যখন সুযোগ পেয়ে যাবেন তখন কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড জানতে পারবেন তার উপায় জেনে নিন। কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই! 

রাউটারে একটি WPS বাটন রয়েছে সেটি খুঁজে বের করুন

এরপর WPS বাটনটি চেপে ধরে রাখতে হবে ৬০ সেকেন্ড

৬০ সেকেন্ড WPS বাটন দরে রাখার মাঝে আপনাকে আপনার মোবাইল ফোনটির সেটিংস অপশনে গিয়ে ওয়াইফাই অপশনে ক্লিক করতে হবে

এরপর ওয়াইফাই লিস্ট আসলে সেই পেজের উপরে টুল বাটনে “more” অপশনে ক্লিক করতে হবে

এরপর সেখানে WPS Push Button রয়েছে সেখানে ক্লিক করতে হবে

অনেকে মোবাইলে এই বাটনটি অন্য লোকেশনে থাকতে পারে

এজন্য আপনাকে Wifi preferences বলে একটি অপশন রয়েছে তা খুজে বের করতে হবে এবং সেখানে গেলে আপনারা বাটনটি খুঁজে পাবেন

সেখানে ক্লিক করলে তা রাউটারের সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যাবে

এভাবে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই ব্যবহার করতে পারবেন আপনি খুব সহজে। তাহল এবার পাসওয়ার্ড ছাড়াই যেকোনো ওয়াইফাই চালান। 

৩। আইপি অ্যাড্রেস ব্যবহার করে পাসওয়ার্ড ছাড়া wifi কানেক্ট করুন 

কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই!

এটি হচ্ছে তৃতীয় ধাপ। এই ধাপে রাউটারটি আপনার হাতের কাছে নেই কিন্তু আপনি জানেন রাউটারটি কোন ব্র্যান্ডের। কারণ রাউটার যে ব্র্যান্ডেরই হোক তার আইপি অ্যাড্রেস ব্রাউজারে খুজলেই পাওয়া যাবে। তাই যারা রাউটারের নাম জানেন কিন্তু পাসওয়ার্ড জানেন না তাঁদের জন্য এই ধাপে রয়েছে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই ব্যবহারের উপায়। চলুন শুরু করা যাকঃ 

প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করুন

এরপর টাইপ করুন ১৯২.১৬৮.১০.১ অথবা ১৯২.১৬৮.০.১ এবং ব্রাউজ করুন

আপনার কাছে ইউজারনেম এবং পাসওয়ার্ড চাইবে

রাউটারের পিছনে ইউজারনেম এবং পাসওয়ার্ড দেয়া থাকবে তা ব্যবহার করুন

এরপর লগইন করুন

এডভান্স সেটিংস এ ক্লিক করুন

সিকিউরিটিতে ক্লিক করুন

Passphrase নামের একটি অপশন আসবে সেখএ  Click here to display একটি অপশন আসবে তাতে ক্লিক করুন

এরপর আপনি আপনার কাঙ্খিত পাসওয়ার্ডটি দেখতে পাবেন

ব্যস আপনি তো আপনার পাসওয়ার্ডটি পেয়ে গেলেন এবার পাসওয়ার্ড ছাড়াই যেকোনো ওয়াইফাই চালান

এবার পাসওয়ার্ড ছাড়াই যেকোনো ওয়াইফাই চালান – পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই চালান

এতক্ষণে নিশ্চয় পোস্টটি পড়ে আপনারা অবগত হয়েছেন যে অনেকগুলো পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই ব্যবহারের উপায় রয়েছে। আশা করি এসব পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই ব্যবহারের উপায়গুলো মেনে নিয়ে আপনারা যেকোনো পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই চালাতে পারবেন। তাহলে ধাপগুলো অনুসরণ করুন এবং পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই চালান।

কি ভাবে WiFi কানেক্ট করবেন Password ছাড়াই! 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.