Type Here to Get Search Results !

মোবাইল দিয়ে go pro-Action কেমেরার মত stabilizer ভিডিও,no app

আসসালামু আলাইকুম।
আজকে যুক্তিযুক্ত একটা পোস্ট।আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও মেইক করি।লাইক ব্লগিং ভিডিও,শর্ট ভিডিও,রিয়েকশন ভিডিও ইত্যাদি ।
তাদের জন্য রয়েছে ভালো একটি খবর।আমরা ভিডিও করলে হাত নড়াচড়া করে,ভিডিও কাপে,ভিডিও কোয়ালিটি খারাপ হয়,

তো আজকে থেকে আর ভিডিও কাপছে না,নড়াচড়া ও করবে না,কোয়ালিটি থাকবে আগের থেকে অনেক বেটার, মানে ভিডিও স্টাবিলাইজ অপশনটা পাওয়া গেছে,তবে এটা কোনো অ্যাপ এর সাহায্য নিয়ে হবে না।
নিজের ফোনেই হবে।
তো এই কাজটি করার আগে আমাদের যেটা করতে হবে ।আমাদের ফোনের গুগল ফটো(Google photos) নামের যে অ্যাপ টি রয়েছে ।সেটা আগে আপডেট করে নিন।
তারপর অ্যাপটি তে ঢুকেন্ 
অ্যাপটি ওপেন করার পর আপনি যে ভিডিওর স্টাবিলাইজার ঠিক করতে চান,মানে যে ভিডিও বেশি কাপে ,সেই কাপুনি ঠিক করতে চান, সেই ভিডিওর ওপর ক্লিক করেন।
এইবার নিচে মধ্য খানে এডিট নামের অপশনে ক্লিক করেন।
এবার স্ক্রিনশট এ মার্ক করা স্টাবিলিজার অপশনে ক্লিক করুন।
স্টাবিলাইজিং হচ্ছে একটু অপেক্ষা করেন
Stabilaize শেষে এরকম অপশন আসবে,এটাকে সেভ করতে নিচে save copy লেখা আছে এখানে ক্লিক করুন
ব্যাস হয়ে গেল আপনার স্ট্রিমিং ,ব্লগিং,শর্ট এর পারফেক্ট একটি ভিডিও,এই অপশনটা আমার কাছে ভালো লাগছে,অ্যাকশন কেমারার মত ফিল দেয়। 










 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.