Type Here to Get Search Results !

আনিসুল হকের' "মা" ফ্রী বাংলা (পিডিএফ)

 

আনিসুল হকের' "মা" ফ্রী বাংলা (পিডিএফ)

আনিসুল হক রচিত বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ডাউনলোড লিঙ্ক এই ওয়েবসাইটে শেয়ার করা হলো। যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে বইটি ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে বইটি ডাউনলোড করবেন তা জানার জন্য সম্পূর্ণ লেখাটি পড়তে হবে। বইটি ডাউনলোড এর পূর্বেই চলুন কাহিনী সংক্ষেপ ও বুক রিভিউ জেনে নেয়া যাক।

আনিসুল হকের' "মা" ফ্রী বাংলা (পিডিএফ)

‘মা’ উপন্যাসের রচয়িতা কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। উপন্যাসটি বই আকারে প্রথম প্রকাশ লাভ করে ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে। বইটির প্রকাশক সময় প্রকাশনী।

আনিসুল হকের' "মা" ফ্রী বাংলা (পিডিএফ)

উপন্যাসটি লেখক রচনা করেছেন বাস্তব ঘটনাওর ওপর ভিত্তি করে এবং এই বাস্তব ঘটনাটির সন্ধান তাকে দেন মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এক বীর মুক্তিযোদ্ধা শহীদ আজাদ ও তার মায়ের জীবনের সত্য ঘটনার ওপর ভিত্তি করে এই উপন্যাস রচিত হয়েছে।

উপন্যাসটি ইংরেজি ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে যথাক্রমে Freedom’s Mother ও La Madre নামে।

আনিসুল হকের' "মা" ফ্রী বাংলা (পিডিএফ)

আজ আমরা যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করছি, তার স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল, অংশ নিতে হয়েছিলো মুক্তিযুদ্ধে।

সেই যুদ্ধের মাঝেই অগণিত হৃদয় বিদারক, বেদনাদায়ক অনেক ঘটনার জন্ম হয়, তেমনই একটি ঘটনার ভিত্তিতে লেখক তার ‘মা’ নামক উপন্যাসটি রচনা করেন।

উপন্যাসের মূল চরিত্র মাগফার আহমেদ চৌধুরী আজাদের বাবা ইউনুস চৌধুরী ছিলেন ঢাকার একজন বিত্তশালী ব্যক্তি আর চৌধুরী আজাদের মা ছিলেন সাফিয়া বেগম। ইস্কাটনে অবস্থিত রাজপ্রাসাদতুল্য একটি বাড়িতে তাদের জীবন সুখে কাটছিল।বিস্তারিত বইটি ডাউনলোড করে পরে ফেলুন।

"মা" pdf book download



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.