Type Here to Get Search Results !

মোবাইল ফোনে প্রমোশনাল এসএমএস বন্ধে ডু নট ডিস্টার্ব সেবা,মানে মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণা বন্ধ করবেন যেভাবে

মোবাইল ফোনে প্রমোশনাল এসএমএস বন্ধে ডু নট ডিস্টার্ব সেবা,মানে মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণা বন্ধ করবেন যেভাবে

মোবাইলে অতিরিক্ত এসএমএস আসা বন্ধ করবো কিভাবে,অপ্রয়োজনীয় এসএমএস আসা থেকে বিরত থাকার উপায়,খুদে বার্তা বন্ধ করুন,প্রমোশনাল মেসেজ সুইচ অফ,

মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণায় অনেকেই অতিষ্ঠ। মোবাইল অপারেটরগুলো নিয়মিত গ্রাহকদের নতুন প্যাকেজ ও সেবা সম্পর্কে জানাতে খুদে বার্তা পাঠাতে থাকে। বাংলাদেশ টেলিনিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ শনিবার এ ধরনের খুদে বার্তা বন্ধের উপায় জানিয়েছে। বিটিআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেবার মান আরও উন্নত করতে 'ডু নট ডিস্টার্ব বা ডিএনডি' সেবা চালু হয়েছে। মুঠোফোনে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা না পেতে চাইলে ইউএসডিডি কোড ডায়াল করে চালু করা যাবে এ সেবা। গ্রামীণফোনের ক্ষেত্রে *১২১ * ১১০১# ডায়াল করে, বাংলালিংকের ক্ষেত্রে *১২১*৮*৬# ডায়াল করে এবং রবি ও এয়ারটেলের ক্ষেত্রে *৭# ডায়াল করলে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা আসবে না। বিটিআরসি বিজ্ঞপ্তি বলেছে, মোবাইল অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা সহায়ক ভূমিকা পালন করে। তবে ক্ষেত্রবিশেষে গ্রাহকদের কাছে এ ধরনের খুদে বার্তা প্রাপ্তি বিরক্তিকর বলে প্রতীয়মান হয়।

মোবাইলে অতিরিক্ত এসএমএস আসা বন্ধ করবো কিভাবে,অপ্রয়োজনীয় এসএমএস আসা থেকে বিরত থাকার উপায়,খুদে বার্তা বন্ধ করুন,প্রমোশনাল মেসেজ সুইচ অফ,

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.