Type Here to Get Search Results !

চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো

চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো
চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো

বেশিরভাগ অফিসের কাজেই এখন প্রচলিত খাতা- কলমের বদলে কম্পিউটারের ব্যবহার অনেক বেশি।কারণ আগামীর বিশ্ব ভার্চুয়াল কাজের উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। অটোমেশনের এই যুগে এসে তাই কম্পিউটারের 'অ-আ-ক-খ না জানলে চাকরি পেলেও তাতে কতদিন টিকে  থাকতে পারবেন তা বলা মুশকিল। সব ধরনের চাকরির ক্ষেত্রে কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান থাকাটা এখন সবার জন্য অত্যাবশ্যক

হয়ে পড়েছে। এটা না থাকলে এখনো ভালো ভালো ডিগ্রী দিয়েও চাকরি পাওয়া কঠিন ব্যাপার। কম্পিউটারের মৌলিক কাজগুলো না

জানলে বেশিরভাগ চাকরিতেই আপনি আবেদন করতে পারবেন না। 

ফোন চুরি হয়েগেলে ট্র‍্যাক করবো কিভাবে

সুতরাং

যাদের এই বিষয়ে দক্ষতা নেই তারা কিন্তু এই মুহূর্ত

থেকেই শুরু করতে পারেন। চাকরির আবেদন করা শুধু নয়, এখন

চাকরিতেও যারা রয়েছেন তাদের জন্যও কম্পিউটারের মৌলিক বিষয়গুলো জানা খুব

জরুরী, কেননা  কম্পিউটারের মৌলিক দক্ষতা আপনার অফিসের কাজকে অনেক সহজ করে

দেবে। অটোমেশনের এই যুগে সব অফিসেই এখন চিরাচরিত খাতাপত্রে বদলে 

কম্পিউটারে তথ্য সংরক্ষণের চর্চা শুরু হয়েছে। আপনি এসব কাজে পারদর্শী না হলে চাকরিদাতারা নিশ্চয়ই আপনার বদলে অন্য কাউকে

খুঁজে নিতে আগ্রহী হবেন। আবার আপনি যদি কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজে অনেক বেশি দক্ষ হয়ে থাকেন তাহলে প্রতিষ্ঠান

কিন্তু আপনার উপর ডিপেন্ডেড হয়ে পরবে, তাই আজ থেকেই বসে পড়ুন বেসিক

কম্পিউটার শেখার কাজ। যে কোন অফিসে কাজ করতে কম্পিউটারে

খুব বেশি আপনাকে জানতে হবে না।

 মাইক্রোসফট ওয়ার্ড,মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট,মাইক্রোসফট এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল পাঠানো,

কোন

কিছু ডাউনলোড করা এবং কোন ডকুমেন্ট প্রিন্ট করতে পারা এবং এই কয়েকটি বিষয়ের কিছু প্রয়োজনীয় বা বহুল ব্যবহৃত যে

কাজগুলো রয়েছে এই কাজগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে

সব ধরনের চাকরিতে আপনি এপ্লাই করতে পারবেন এবং চাকরিতে

ঠিকেও থাকতে পারবেন। 

মাইক্রোসফট ওয়ার্ড

চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো
চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো

 আপনার চাকরির

আবেদন পত্র থেকে শুরু করে, লেখালেখির সব কাজ সম্পন্ন

করত, মাইক্রোসফট ওয়ার্ড এর কোন বিকল্প নেই। এই প্রোগ্রামের

মাধ্যমে অফিসের প্রায় সব ধরনের ডকুমেন্টস তৈরি করতে পারবেন।কোন লেখাকে ফরমেট করা, লেখার মধ্যে টেবিল তৈরি করা,

বিভিন্ন ফন্ট ব্যবহার করে লেখাকে আরো সুন্দর করে তোলা,

লেখার মধ্যে ডিজাইন করা, এই সমস্ত সকল কাজ আপনি

খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে করতে পারবেন। বর্তমানে এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার নাই। সো মাইক্রোসফট

ওয়ার্ড সম্পর্কে আপনাকে জানতে হবে।

 মাইক্রোসফট এক্সেল 

চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো
চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো

বিভিন্ন ধরনের

কাজ করার জন্য মাইক্রোসফট এক্সেল অপরিহার্য। প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্ট

তৈরি করা থেকে শুরু করে, বেতন শীট প্রতিদিনের, খরচের

হিসাব- নিকাশ রাখার মত কাজগুলো এক্সেলে খুব সহজে করা

যায়। বিভিন্ন ডেটা সহজে বোঝার জন্য এক্সেল থেকে নানা

ধরনের চাট বা ডায়াগ্রাম তৈরি করার সুযোগ রয়েছে, এই মাইক্রোসফট

এক্সেল সম্পর্কে আপনার একটা মৌলিক ধারণা থাকতে হবে।

 মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট

চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো
চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো

এই প্রোগ্রামের মাধ্যমে সহজে যেকোনো ধরনের প্রেজেন্টেশন তৈরি

করা যায়। আপনি আপনার বসকে নতুন একটি প্রজেক্ট আইডিয়া

দেখাতে চান! সেটার জন্য পাওয়ারপয়েন্ট হতে পারে একটি আদর্শ

প্লাটফর্ম। পাওয়ারপয়েন্ট আপনি আপনার আইডিয়াগুলোকে বিভিন্ন ধরনের ডিজাইন, ছবি, চাট,ডায়াগ্রাম, 

টেক্সটের মাধ্যমে উপস্থাপন করতে পারবেন। প্রজেক্ট এর প্রতিটি বিষয়ের

জন্য এতে আপনি তৈরি করতে পারবেন আলাদা আলাদা স্লাইড।

এই স্লাইড গুলো সঠিকভাবে ডিজাইন করতে পারলে আপনার প্রজেক্ট

অন্য কাউকে বোঝানোর জন্য অনেক সহজ হয়ে যাবে। পাওয়ারপয়েন্ট

স্লাইডে অডিও-ভিডিও যুক্ত করার সুবিধাও রয়েছে। তাই নানা ধরনের

মাল্টিমিডিয়া কনটেন্ট দিয়ে ডিজাইন করতে পারবেন চমৎকার সব স্লাইট।

মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট সম্পর্কে আপনার প্রাথমিক ধারনা থাকতে হবে।

 ইন্টারনেট ব্রাউজিং 

চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো
চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো

আপনার অফিসের দৈনন্দিন কাজের জন্য ইন্টারনেট প্রয়োজনীয় একটি

উপাদান। ইন্টারনেট ব্রাউজিং ছাড়া প্রযুক্তিনির্ভর এই বিশ্বে তাল মিলিয়ে চলা মুশকিল।

তরুণের অবশ্যই স্মার্টফোনের কল্যাণে চলতি পথের ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক

যুক্ত থাকে। ইন্টারনেট আসলে তথ্যের বিশাল ভান্ডার।

 প্রয়োজন কেবল

এখান থেকে সঠিকভাবে সঠিক তথ্যটি খুঁজে বের করা।

 নতুন

নতুন আইডিয়ার জন্য ইন্টারনেট হতে পারে আপনার সহায়। এক্ষেত্রে

ইন্টারনেট ব্রাউজিংয়ে নিজেকে যোগ্য করে তুলতে হবে।

ইমেইল 

চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো
চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো

চিঠিপত্রের চল এখন আর নেই। অফিসের মধ্যে তো বটেই, অফিসের বাইরে ও যে কারো সাথে যোগাযোগের জন্য এখনকার সময়ের

স্মার্ট পদ্ধতি হচ্ছে ইমেইল। তাৎক্ষণিকভাবে ইমেইল আপনার বার্তাটি পাঠিয়ে

দেবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। অফিসের নোটিশও ইমেইলের মাধ্যমে সার্কুলেট করা

হয়ে থাকে। ইয়াহু, মেইল, জিমেইল এর মত ফ্রি যে

সমস্থ ই-মেইলসেবা রয়েছে এই ধরনের ইমেইল একাউন্ট আপনার থাকা উচিত।

আর অফিসের নিজস্ব ডোমেইনেও ইমেইল প্রদান করা হয়ে থাকে অনেক

জায়গায়। তো ইমেইল সিস্টেম সম্পর্কে আপনার জানতে হবে।

 প্রিন্ট 

চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো
চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো

প্রিন্ট সম্পর্কে জানতে হবে।

 যদিও এটা

খুব সহজ একটা কাজ,আপনি একদিন দেখলেই পারবেন, তারপরও এই

জিনিসটা সম্পর্কে জানতে হবে। 

কোন ধরনের প্রিন্ট গুলো কোন

ধরনের কাগজে দিতে হয়, বা প্রিন্ট সেটআপের কিছু বিষয় রয়েছে যেগুলো ঠিক না থাকলে অনেক সময় দেখা যাচ্ছে যে ;প্রিন্ট করছেন কিন্তু কাগজের যেই মেজারমেন্ট অনুযায়ী আপনি প্রিন্ট

দিচ্ছেন সেটা হচ্ছে না, তো এই খুঁটিনাটি কিছু বিষয়

প্রিন্টের রয়েছে, সো প্রিন্ট সম্পর্কে, যে কোন ডকুমেন্ট প্রিন্ট করার যে নলেজটা সেটা আপনার নলেজে রাখতে হবে। অবশ্যই যে কোন চাকরিতে

আবেদন করার জন্য, বা সে চাকরিতে টিকে থাকার জন্য, মাইক্রোসফট

ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল এবং প্রিন্ট

করা সম্পর্কে যদি আপনার মোটামুটি একটা ধারণা থাকে, তাহলে

কিন্তু আপনি যে কোন চাকরিতে আবেদন করতে পারবেন এবং

চাকরিতে টিকে থাকতে পারবে, অফিশিয়াল কাজ

কাজগুলো আপনি

খুব সহজেই করে ফেলতে পারবেন।

 এখন আপনার মনে প্রশ্ন

আসতে পারে যে এগুলো আপনি শিখবেন কোথায়,চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো 🤔 আপনার আশেপাশে

অসংখ্য কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। যে সমস্ত প্রতিষ্ঠানে কম্পিউটার 

প্রশিক্ষণ দেয়া হয়, আপনার কোন বন্ধু যদি এই সমস্ত

বিষয়ে দক্ষ হয়ে থাকে, তাহলে আপনি তার

শরণাপন্ন হতে

পারেন, এসব বিষয়ে প্রশিক্ষণ নিতে অবশ্য খুব বেশি টাকাও

খরচ হয় না। এগুলোর প্রতিটি বিষয়ে অবশ্যই বইও পাওয়া

যায় বাজারে। সেগুলো পড়েও আপনি শিখতে পারেন। ইন্টারনেট ব্যবহার

করেও কিন্তু আপনি খুব সহজেই ইউটিউব থেকে এগুলো শিখতে

পারেন।আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি এই

সমস্ত সফটওয়্যার এর টিউটোরিয়াল গুলো যদি আপনি ইউটিউব থেকে সার্চ করে দেখেন, তাহলে কিন্তু

আপনি এই বেসিক কাজকর্ম শিখতে পারবেন। এই ছিলো আজকের চাকরির জন্য কম্পিউটারে কি কি বিষয় শিখবো 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.