Type Here to Get Search Results !

হোয়াটসঅ্যাপ চ্যাট এখন মেসেঞ্জারে

হোয়াটসঅ্যাপ চ্যাট এখন মেসেঞ্জারে
মেসেঞ্জার চ্যাট,মেসেঞ্জারেও হোয়াটসঅ্যাপ,ফেইসবুক মেসেঞ্জারের গোপন চ্যাটিং অপশন,হোয়াটসঅ্যাপ লক,হোয়াটসঅ্যাপ গোপন সেটিং,হোয়াটসঅ্যাপে ফিংগার লক,হোয়াটসঅ্যাপ কেউ খুলতে পারবে না,হোয়াটসঅ্যাপ ট্রিক্স ২০২০,মেসেঞ্জারে কল রেকর্ড,হোয়াটসঅ্যাপ নতুন ট্রিক্স ২০২০,হোয়াটস্যাপ স্টিকার,হোয়াটসঅ্যাপ মেসেজ গোপন রাখুন,হোয়াটসঅ্যাপের গোপন সেটিংস ২০২০,হোয়াটসঅ্যাপ মেসেজ কেউ দেখতে পারবে না,মেসেঞ্জার অডিও কল,ফেইসবুক মেসেঞ্জার,ফেইসবুক মেসেঞ্জারের গোপন টিপ,হোয়াটসঅ্যাপ গ্রুপ কল,মজার চ্যাটিং,কিভাবে মেসেঞ্জার এ রিমুভ হওয়া মেসেজ ফিরে পাবো
হোয়াটসঅ্যাপ চ্যাট এখন মেসেঞ্জারে 

হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারকে একীভূত করতে পারে ফেসবুক। দ্রুতই জনপ্রিয় দুটি সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। হোয়াটসঅ্যাপের ফিচার পর্যবেক্ষণকারী সাইট ওয়াবেটাইনফো এ তথ্য জানিয়েছে। ওয়াবেটাইনফোর বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, এরই মধ্যে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের একীভূত করার প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে শুরু করেছে ফেসবুক। একীভূত হওয়ার পর হোয়াটসঅ্যাপের মেসেজ দেখা যাবে মেসেঞ্জারেই। তবে এটি বাধ্যতামূলক করা হবে না। ব্যবহারকারীরা চাইলে দুটি সেবা একই প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন।
মেসেঞ্জার চ্যাট,মেসেঞ্জারেও হোয়াটসঅ্যাপ,ফেইসবুক মেসেঞ্জারের গোপন চ্যাটিং অপশন,হোয়াটসঅ্যাপ লক,হোয়াটসঅ্যাপ গোপন সেটিং,হোয়াটসঅ্যাপে ফিংগার লক,হোয়াটসঅ্যাপ কেউ খুলতে পারবে না,হোয়াটসঅ্যাপ ট্রিক্স ২০২০,মেসেঞ্জারে কল রেকর্ড,হোয়াটসঅ্যাপ নতুন ট্রিক্স ২০২০,হোয়াটস্যাপ স্টিকার,হোয়াটসঅ্যাপ মেসেজ গোপন রাখুন,হোয়াটসঅ্যাপের গোপন সেটিংস ২০২০,হোয়াটসঅ্যাপ মেসেজ কেউ দেখতে পারবে না,মেসেঞ্জার অডিও কল,ফেইসবুক মেসেঞ্জার,ফেইসবুক মেসেঞ্জারের গোপন টিপ,হোয়াটসঅ্যাপ গ্রুপ কল,মজার চ্যাটিং,কিভাবে মেসেঞ্জার এ রিমুভ হওয়া মেসেজ ফিরে পাবো
হোয়াটসঅ্যাপ চ্যাট এখন মেসেঞ্জারে 

হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার একীভূত করা নিয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। তবে ওয়াবেটাইনফো বলছে, এটা খুবই জটিল একটা ফিচার এবং এজন্য অনেক সময়ের প্রয়োজন। একীভূত সেবা চলবে নাকি স্থগিত করা হবে এ বিষয়ে আমাদের কোনও ধারণা নেই। দুটি সেবা একীভূত করা হলেও হোয়াটসঅ্যাপের মেসেজ সংগ্রহ করবে না ফেসবুক। হোয়াটসঅ্যাপের মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হওয়ায় মেসেজ এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ সিগন্যাল প্রটোকল ব্যবহার করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.